- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২১ | ২:৩১ অপরাহ্ণ
নারী ও শিশুসহ ইউরোপগামী ২৭ অভিবাসনপ্রত্যাশীর লাশ লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে উদ্ধার করেছে রেড ক্রিসেন্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রেডক্রিসেন্ট সোসাইটির লিবিয়া শাখার কর্মকর্তারা জানান, রাজধানী ত্রিপলি থেকে ৯০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর খোমসের সৈকতের দুটি পৃথক স্থানে পড়ে ছিল এই লাশগুলো। ভেসে আসা এই মরদেহগুলোতে ইতোমধ্যে পচন ধরেছে। লিবিয়ার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সৈকতে এক সারিতে ব্যাগবন্দি অবস্থায় পড়ে আছে লাশগুলো।
ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়ার অপর তীরেই ইউরোপ। মানব পাচারকারীদের মাধ্যমে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই বিপজ্জনক পথ দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। প্রতিকূল এই যাত্রাপথে দুর্ঘটনাও খুবই সাধারণ ব্যাপার।
জাতিসংঘের অভিবাসন কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি ২০২১ সালে সমুদ্রপথে নৌযানডুবিতে মৃত্যু হয়েছে প্রায় এক হাজার ৫০০ অভিবাসন প্রত্যাশীর। সমুদ্রের বৈরী আবহাওয়ার পাশাপাশি ত্রুটিযুক্ত নৌযান ও অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেও ঘটে দুর্ঘটনা।
উল্লেখ্য, এর আগে ভূমধ্যসাগরে দুটি পৃথক জাহাজডুবির ঘটনায় এক সপ্তাহে ১৬০ জনেরও বেশি অভিবাসী মারা যান বলে খবর দেয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)৷ এ নিয়ে বছরের শুরু থেকে লিবিয়া উপকূলে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৫০৮ জনে।