- আজ সোমবার
- ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ জানুয়ারি ২০২২ | ৭:৪৯ অপরাহ্ণ
ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ভূকম্পনটি আঘাত হানে বলে জানা গেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী ভূকম্পনটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে সাইপ্রাস তুলনামূলক কম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। এই ধরনের শক্তিশালী ভূমিকম্প খুব হওয়ার নজির রয়েছে দেশটিতে।