• আজ বুধবার
    • ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    শনিবার মুক্তির অপেক্ষায় থাকা তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ

    শনিবার মুক্তির অপেক্ষায় থাকা তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জানুয়ারি ২০২৫ | ৬:১৪ অপরাহ্ণ

    শনিবার মুক্তি পেতে যাওয়া তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। আল-কাসাম ব্রিগেডের প্রধান আবু ওবাইদা শুক্রবার (৩১ জানুয়ারি) তার টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন।

    তিনি বলেন, গাজা উপত্যকায় ১৫ মাস ধরে চলা গণহত্যার অবসান ঘটাতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ওফের ক্যালডেরন, কিথ সিগেল এবং ইয়ার্ডেন বিবাসকে মুক্তি দেওয়া হবে।

    এদিকে, ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যে তিন বন্দীর পরিবারকে অবহিত করা হয়েছে।

    একটি ফিলিস্তিনি অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, তিন ইসরায়েলি বন্দীর বিনিময়ে ইসরায়েল শনিবার ৯০ জন বন্দীকে মুক্তি দেবে।

    ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের মুখপাত্র আমানি সারানেহ শুক্রবার এএফপিকে বলেন, “তিনজন ইসরায়েলি বন্দীর বিনিময়ে আগামীকাল ৯০ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। যাদের মধ্যে নয়জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং ৮১ জন দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন,”

    ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল হামাসের দীর্ঘস্থায়ী আলোচনার শর্ত মেনে নেয়।

    সূত্র: প্রেস টিভি

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০