• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    শহীদ জিয়াকে স্মরণে গাজীপুরে শত শিক্ষার্থীর হাতে সবুজ ভবিষ্যতের চারা

    শহীদ জিয়াকে স্মরণে গাজীপুরে শত শিক্ষার্থীর হাতে সবুজ ভবিষ্যতের চারা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জুলাই ২০২৫ | ৬:১০ অপরাহ্ণ

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলায় পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা এ কে এম ফজলুল হক মিলনের নির্দেশনায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মো. আল-আমীন হোসেন নিজ উদ্যোগে দুই শতাধিক কোমলমতি ছাত্রছাত্রী ও স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

    বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, কৃষকদল নেতা সুরুজ্জামান, যুবদল নেতা খোরশেদ আলম মোল্লা, আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, “গাছ লাগানো একটি মহৎ কাজ। পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

    চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে চারা গ্রহণ করে এবং বাড়িতে রোপণের প্রতিশ্রুতি দেয়। অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১