• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    শান্তকে নিয়ে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

    শান্তকে নিয়ে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২৪ | ২:২৫ অপরাহ্ণ

    ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ব্যাকফুটে সফরকারীরা। এর ওপর একের এক ক্রিকেটারদের চোট বিপাকে ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ফের বড়সড় দুঃসংবাদ পেল বাংলাদেশ।

    আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যে কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশে অধিনায়ক। টেস্টের পর এবার ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। যদিও তৃতীয় ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা রয়েছে।

    আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন শান্ত। পরে সেদিন মাঠে বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। শেষ ম্যাচের আগে জানা যায় তার ছিটকে পড়ার বিষয়টি। সেই শঙ্কাই এবার সত্যি হলো। মূলত, কুচকির সেই চোট এখনও সেরে উঠেনি শান্তর।

    অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর খুব একটা সময় পাবেন না বাংলাদেশের ক্রিকেটাররা। আজ সোমবার (২ ডিসেম্বর) রাতে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে। লাল বলের সিরিজ শেষ হওয়ার পরপরই শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৮ ডিসেম্বর।

    জানা গেছে, ওয়ানডে খেলতে সন্ধ্যায় দেশ ছাড়ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন। অবশ্য এখন পর্যন্ত ওয়ানডে সিরিজের জন্য দলই ঘোষণা করেনি বিসিবি। তবে আজ কিংবা আগামীকাল নাগাদ দল ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১