• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    শাস্তি পেলেন তাসকিন-মুজারাবানি

    | ১০ জুলাই ২০২১ | ৬:৪০ পূর্বাহ্ণ

    মাঠে অসদাচরণের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ ও জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির। হারারে টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় একে অন্যের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন দুজন, যেটি গড়িয়েছিল ঠোকাঠুকি পর্যন্ত।

    দিনের তৃতীয় ওভারে মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলটা ছেড়ে দিয়ে একটু নেচেই নিয়েছিলেন তাসকিন। মুজারাবানি সেটা সহজভাবে নেননি, তাসকিনের দিকে এগিয়ে গেছেন। তাসকিনও চুপচাপ থাকেননি। খানিক বাদে তাসকিনের হেলমেট আর মুজারাবানির মুখ লেগে থাকল, কথা চালাচালি চলল সেভাবেই।

    এমন কাণ্ডে দুজন আচরণবিধির প্রথম পর্যায়ের অপরাধ করেছেন বলে জানিয়েছে আইসিসি। ধারা ২.১.১২ অনুযায়ী, ম্যাচ সংশ্লিষ্ট কারও সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শে জড়ালে এমন শাস্তি হওয়ার কথা।

    জরিমানার সঙ্গে দুজনকে দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্টও। টিভি আম্পায়ার আইনো চাবির দেওয়া অভিযোগের ভিত্তিতে তাঁদের এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

    শাস্তি মেনে নিয়েছেন তাসকিন ও মুজারাবানি দুজনই।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১