• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    শাহপীর দ্বীপ থেকে ৩৫ হাজার ইয়াবা জব্দ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জানুয়ারি ২০২২ | ৪:৫৪ অপরাহ্ণ

    কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার ইয়াবা জব্দ করেছে। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এম আব্দুর রউফ (বিএন) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, আজ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী এলাকায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়।

    পরে পাচারকারী দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থামিয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড বোটটিকে ধাওয়া করে। এ সময় ইয়াবা পাচারকারী দল হলুদ রংয়ের একটি প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।

    পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি তল্লাশি করে ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করে। তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০