- আজ শুক্রবার
- ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ আগস্ট ২০২১ | ৫:০৩ অপরাহ্ণ
শ্রীপুরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে শিকলে বাঁধা মৌসুমীর চিকিৎসার দায়িত্ব নিলেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইকবাল হোসেন সবুজ।
ফেসবুকে একটি মানবিক পোস্ট দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মানসিক ভারসাম্যহীন মৌসুমীর চিকিৎসা দায়িত্ব নেন তিনি।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে মানসিক ভারসাম্যহীন মৌসুমীকে গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. জুবায়ের মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসার জন্য পাঠান।
মানসিক ভারসাম্যহীন মৌসুমী উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের দিনমজুর আব্দুল খালেকের মেয়ে। মানসিক ভারসাম্যহীন মৌসুমী পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে বলে জানা যায়।
গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ বলেন, আমি ফেসবুকের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন মৌসুমীর বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাসের মাধ্যমে গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. জুবায়ের মিয়ার তত্ত্বাবধানে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে তার চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও নগদ অর্থ প্রদান করা হয়। স্বাভাবিক জীবনে ফিরে আসা পর্যন্ত তার দায়িত্ব নিয়েছেন বলেও তিনি জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |