• আজ শুক্রবার
    • ১৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২রা জিলকদ ১৪৪৬ হিজরি

    শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ নভেম্বর ২০২১ | ৭:২৩ অপরাহ্ণ

    পঞ্চগড়ের সদর উপজেলার গরিনাবাড়ি নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রহিমের এই অনৈতিক কাজের বিচারের দাবিতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

    জানা গেছে, এসএসসি পরিক্ষার্থী ওই শিক্ষার্থীকে নানাভাবে ভয়ভিতি এবং প্রলোভন দেখিয়ে ধর্ষন করেন ওই শিক্ষক। স্থানীয় অধিবাসীরা স্কুলের সামনে ওই শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করে। এসময় প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতারা। পরে পুলিশ ও চেয়ারম্যান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর আগে ওই শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীর বাবা প্রধান শিক্ষক বরাবরে লিখিত অভিযোগ করেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সহকারী শিক্ষক আব্দুর রহিম ২৩ নভেম্বর লিখিতভাবে ৬ দিনের ছুটির আবেদন করেন। আমি সেটা নামঞ্জুর করি। তার বিরুদ্ধে স্কুলের এক পরীক্ষার্থীর সাথে অনৈতিক সর্ম্পক ও ধর্ষণের অভিযোগ এসেছে। এ ব্যাপারে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করেছি। তাদের প্রতিবেদনে সত্যতা উঠে আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
    অভিযুক্ত স্কুলশিক্ষক আব্দুর রহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপার কোন মন্তব্য করতে চায়নি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১