• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সব খুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত’

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২১ | ৪:৩৯ অপরাহ্ণ

    পদ্মাসেতুর নিরাপত্তায় আরো আগেই ফেরিঘাট পরিবর্তন করা উচিত ছিল।

    শনিবার (১৪ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সব খুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত। বলেন, করোনা সংক্রমণের ও মৃত্যুর সংখ্যা হ্রাস না পাওয়ার পরও এই সিদ্ধান্ত জনবহুল দেশে সংক্রমণ বৃদ্ধির আরো বেশি আশঙ্কা দেখা দিয়েছে।

    বিএনপি মহাসচিব বলেন, করোনা টিকা নিয়ে মিথ ও ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সরকারের হিসাবেই দেখা যাচ্ছে, দুই ডোজ টিকা পেয়েছে মাত্র ৫২ লাখ মানুষ। প্রথম ডোজ পেয়েছে এক কোটি ৫৩ লাখ। অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি।

    তিনি আরও বলেন, টিকা নিয়ে আজ পর্যন্ত কোনো রোডম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে তারা। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের সামিল। জনগণের জীবন বিপন্ন করার সকল দায় এই সরকারকেই নিতে হবে।

    মির্জা ফখরুল বলেন, সরকার ও সিটি করপোরেশগুলো ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ: ভয়াবহ আকার নিচ্ছে। সিটি করপোরেশনগুলো এসিড মশা নিধনের বাস্তবসম্মত কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।

    জনগণকে সম্পৃক্ত করে এডিস মশা নিধনের কার্য্করী ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০