• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    শিবগঞ্জে ১২ বস্তা নতুন বইসহ একজন গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২১ | ৫:২০ অপরাহ্ণ

    বগুড়ার শিবগঞ্জে পাচারের সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সপ্তম শ্রেণির ১২ বস্তা বই উদ্ধার করেছে পুলিশ। এ সময় আইয়ুব আলী (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে বইসহ তাকে ধরা হয়।

    শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জানান, এ বিষয়ে এসআই রিপন মিয়া তিন জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। বাকি দুজন অজ্ঞাত।

    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আইয়ুব আলী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি সরকারি বই কালোবাজারে বিক্রি চক্রের সদস্য। দেশের বিভিন্ন এলাকা থেকে তিনি সরকারি বিনামূল্যের বই বিক্রির উদ্দেশে সংগ্রহ করেন। ১২ বস্তায় সপ্তম শ্রেণির দুই হাজার ৪০০টি বই মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার জনৈক রতনের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

    গোপন খবর পেয়ে এসআই রিপন মিয়া কুরিয়ার সার্ভিসের সামনে থেকে বইগুলো জব্দ ও পাচারের চেষ্টাকারী আইয়ুব আলীকে গ্রেফতার করেন। আদালতের মাধ্যমে আইয়ুব আলীকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১