- আজ সোমবার
- ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৭ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৩ | ৭:৫১ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় তাকে এই জামিন দেওয়া হয়েছে।
একইসঙ্গে তাদের নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। এ জামিন আদেশের ফলে শিমুল বিশ্বাসের মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ।