- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ আগস্ট ২০২১ | ৮:১৪ অপরাহ্ণ
প্রায় চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত শুক্রবার থেকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, কোভিড মহামারীর জন্য গত ৩ এপ্রিল থেকে এ পার্কটি বন্ধ করা হয়। এখন সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার থেকে যথারীতি খুলে দেওয়া হচ্ছে।
তিনি জানান, করোনার কারণে প্রথম পর্যায়ে এ পার্কটি গত বছরের ২০ মার্চ থেকে ৩১ অক্টেবর পর্যন্ত বন্ধ থাকে। করোনার প্রকোপ কমলে প্রায় সাড়ে ৭ মাস পর গত বছরের ১লা নভেম্বর খুলে দিয়েছিল কর্তৃপক্ষ।
“কিন্তু আবার করোনায় দ্বিতীয় ঢেউ মহামারীর রূপ নিলে গত ৩ এপ্রিল থেকে পার্কটি পর্যটকদের জন্য ফের বন্ধ করে দেওয়া হয়।”
সাফারি পার্ক প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার অর্ধেক দর্শনার্থীর জন্য সুযোগ রেখে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যানসহ (ভাওয়াল ন্যাশনাল পার্ক) বনবিভাগের সকল বিনোদন কেন্দ্র শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো।
পার্কে আগত সকল দর্শনাথীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্কটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান তিনি।