• আজ রবিবার
    • ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    শুক্রবার বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

    শুক্রবার বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ জানুয়ারি ২০২৪ | ৬:৩৩ অপরাহ্ণ

    আগামীকাল শুক্রবার অভিনেত্রী মৌসুমী হামিদ বিয়ে করছেন। এই অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল তার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    মৌসুমী হামিদ বলেন, ‘বছর দুয়েক আগে গোলাম সোহরাব দোদুল পরিচালিত একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে আবু সাইয়িদ রানার সঙ্গে পরিচয় হয়। তারপর ভালোলাগা তৈরি হয় “গুটি” সিরিজে কাজ করতে গিয়ে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে আগামীকাল বিয়ে হচ্ছে।’

    রানাও শোবিজ অঙ্গনে কাজ করেন। ‘রূপকথা নয়’ নাটক ও ‘গুটি’ ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন রানা। এই দুটি প্রোডাকশনে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। লেখালেখির পাশাপাশি নির্মাণের সঙ্গেও যুক্ত রানা।

    মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স-আপ হয়েছিলেন। তার অভিনীত নাটকের মধ্যে আছে ‘লাভ র‍্যাক্টেঙ্গেল’ ও ‘রেডিও চকলেট’। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’, শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’, হদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকায় আছে ‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’।

    জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ পছন্দ, বিষয়টি নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, ‘অবশ্যই ভালো মানুষ হতে হবে। আমাকে বুঝবে, তেমন মানুষই জীবনসঙ্গী হিসেবে পছন্দ।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০