- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ ডিসেম্বর ২০২১ | ৩:৪৭ অপরাহ্ণ
চলছিল শুটিং, এরমধ্যেই আচমকা ঢুকে পড়ে বাইক। সরাসরি ধাক্কা দেয় নায়িকাকে। গুরুতর আহত হয়ে ছিটকে পড়েন রাস্তার ওপারে। এমন ঘটনা ঘটেছে টলিউডে। সিনেমায় নয়, তবে সিনেমার শুটিংয়ে।
আর এতে পা ভেঙে গেছে নায়িকা প্রিয়াঙ্কা সরকারের। তিনি বাংলাদেশি ছবি রফিক শিকদারের ‘হৃদয়জুড়ে’তেও অভিনয় করেছেন।
কলকাতার পত্রিকা আনন্দবাজার জানায়, গতকাল (৩ ডিসেম্বর) রাত ১১টায় পশ্চিমবঙ্গের রাজারহাটের একটি সড়কের ওপর চলছিল শুটিং। এতে প্রিয়াংকার সহ-অভিনেতা হিসেবে কাজ করছিলেন অর্জুন চক্রবর্তী। ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছিলেন তারা। শুটিং সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা ও অর্জুনকে।
গুরুতর আহত হন প্রিয়াঙ্কা। চোট পান অর্জুনও। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে গেছে। আজ (৪ ডিসেম্বর) অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা।
জানা যায়, সেই আক্রমণকারী বাইকার লাপাত্তা। আপাতত বন্ধ রয়েছে শুটিং।