• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো: রাসিক মেয়র

    শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো: রাসিক মেয়র

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ জুলাই ২০২২ | ১২:৩৩ অপরাহ্ণ

    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদি ডেল্টা-২১০০ পরিকল্পনা গ্রহণ করেছে। শেখ হাসিনা যে পরিকল্পনা করেছেন, সেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মাধ্যমে দেশে উন্নয়নের যে ধারা দিয়েছেন, সেই ধারা আমরা অব্যাহত রাখবো।

    বুধবার (২৭ জুলাই) নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালপুর ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

    আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, সকল উন্নত গণতান্ত্রিক দেশে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। সেইভাবেই বাংলাদেশের নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক, নির্বাচন থেমে থাকবে না।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির জিয়াউর রহমান হ্যা/না ভোটের প্রহসন করেছিলেন। মনে রাখতে হবে ভোট নিয়ে প্রথম জালিয়াতি আর জনগণের রায়কে ছিনতাই করে নেওয়া জিয়াউর রহমান শিখিয়েছিলেন। আজকে সেই বিএনপি ভোট নিয়ে কথা বলে। আজকে সেই বিএনপি ভোট কারচুপির কথা বলে।

    সম্মেলনে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, শেখ হাসিনা সরকার দ্রুত সময়ে দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছেন। আজকে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ব্যবহারে কিছু নির্দেশনা দিয়েছে সরকার। সংসার যেমন মায়েরা চালায়, সেভাবে পরিকল্পনা করে দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী।

    সম্মেলনের উদ্বোধক ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফতাব হোসেন ঝুলফু এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত নারী আসন-৪৩ এর সংসদ সদস্য ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহম্মেদ।

    প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। সঞ্চালনায় ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী। সম্মেলনের ১ম অধিবেশনে লালপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে আফতাব হোসেন ঝুলফু পুনরায় সভাপতি ও মো. রোকোনুল ইসলাম (লুলু) নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০