• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘শেষ বাজি’ সিনেমার পোস্টারে নজর কাড়লেন সাইমন

    ‘শেষ বাজি’ সিনেমার পোস্টারে নজর কাড়লেন সাইমন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৩ | ৭:২৩ অপরাহ্ণ

    ২০২৪ সালের ১৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সাইমন সাদিক অভিনীত ‘শেষ বাজি’। এর আগে শনিবার (১৬ ডিসেম্বর) অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। মেহেদী হাসান পরিচালিত সিনেমার প্রথম দর্শনেই নজর কাড়লেন মারদাঙ্গা লুকের সাইমন।

    প্রকাশিত ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, সাইমনের মুখ ভর্তি দাড়ি, চোখে সানগ্লাস, দুহাতে বেশ কয়েকটি ব্রেসলেট। চারপাশ ধূসর, তাস উড়ছে। এমন পরিবেশে সিগারেট ধরাচ্ছেন তিনি। এ থেকে স্পষ্ট বোঝা গেল, কোনও অ্যাকশন দৃশ্যের সময়ে এমন মারদাঙ্গা লুকে পর্দায় হাজির হবেন সাইমন সাদিক। সিনেমাপ্রেমীরা সামাজিকমাধ্যমে পোস্টারের পাশাপাশি সাইমনের লুকেরও প্রশংসা করছেন।

    এর আগে, গেল ৩০ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘শেষ বাজি’ সিনেমাটি। জানা গেছে, জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘারানার সিনেমাটির কাহিনী। এটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল।

    নির্মাতা মেহেদী হাসান জানান, ফার্স্টলুক পোস্টার দেখে অনেকেই প্রশংসা করেছেন। আমরা পর্যায়ক্রমে অন্যান্য পোস্টার, টিজার, ট্রেলার ও গান প্রকাশ করব। আশাকরি প্রথম পোস্টারের মতো সিনেমাটিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে। উল্লেখ্য, সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০