- আজ রবিবার
- ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৫শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ আগস্ট ২০২১ | ৫:১১ অপরাহ্ণ
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ইতিমধ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। চতুর্থ ম্যাচে দুর্ভাগ্যজনক পরাজয়ের পর শেষ ম্যাচে কোন অঘটন ঘটাতে দিতে চায় না স্বাগতিকরা।
৯ আগস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টসের পর্দায়।
এই সিরিজের আগে চারটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এবার প্রায় ৪ বছর পর এ দেশে সফর করতে এসে বাংলাদেশ দলকে যেন চিনতে পারছে না ম্যাথু ওয়েডের দল। বাইশ গজের লড়াইয়ে অজিদের কোণঠাসা করে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে স্বাগতিকরা।
যদিও চতুর্থ ম্যাচে লড়াই করেও ৩ উইকেটে হেরে গেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আগের চার ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ।