- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
| ২৬ জুলাই ২০২১ | ৮:৩১ পূর্বাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে আগুনে ৪১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক ওসমান গণি জানান, প্রায় ঘরের ভাড়াটিয়ারা ঈদে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় তা অধিকাংশই ফাঁকা ছিল।
শনিবার রাতে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করা হয়। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, রাত ১২টার দিকে আগুনের বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |