• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    শ্রীপুরে কলা বাগান থেকে নারীর আগুনে দ্বগ্ধ লাশ উদ্ধার

    শ্রীপুরে কলা বাগান থেকে নারীর আগুনে দ্বগ্ধ লাশ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:৪১ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিনের গুতার বাজার এলাকায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে কলা বাগানের ভেতর থেকে এক গৃহবধূর আগুনে দ্বগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।

    নিহত গৃহবধূ মালেকা বেগম (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের গুতার বাজার (স্কয়ার প্রজেক্ট) সংলগ্ন এলাকার বাসিন্দা কাঠ মিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রী। নিহত নারীর বড় ছেলে মানিক (১৮) জানান, তিনি শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করেন। বুধবার রাতে তার নাইট শিফটে ডিউটি ছিলো। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তার বাবা তাকে ফোন দিয়ে জানান, তার মাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে কারখানা ছুটি হলে সকাল ৯টার দিকে তিনি বাড়ী ফিরে তার মাকে খোঁজাখুঁজির করেন। এক পর্যায়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে কলা বাগানে তার মায়ের আগুনে দ্বগ্ধ মরদেহ দেখতে পান।

    নিহত নারীর বাবা পাশের দক্ষিন ধনুয়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন জানান, বিয়ের পর থেকেই মালেকার স্বামী তাকে নির্যাতন করতো। তার মেয়ের দুই লাখ টাকা তার (বাবার) কাছে রক্ষিত ছিল। ওই টাকা এনে দেয়ার জন্য তার স্বামী তাকে নির্যাতন করতো। বাচ্চু মিয়া আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আগুনে পুড়িয়ে স্কয়ার কোম্পানির কলাবাগানের প্রজেক্টে মরদেহ রাতের কোনো এক সময় ফেলে রেখেছে।

    নিহতের এক প্রতিবেশী জানান, কাঠ মিস্ত্রি বাচ্চু মিয়া নারী লোভী ছিল। তিনি বাহিরের মেয়ে বাড়ীতে এনে ফুর্তি করতো। এ নিয়ে তার স্ত্রীর সাথে প্রায়ই স্বামীর ঝগড়া হতো। তাছাড়া, সংসারে অভাব-অনটন নিয়েও তাদের মধ্যে বিবাদ লেগে থাকতো। ধারণা করা হচ্ছে ঝগড়ার এক পর্যায়ে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর রাতের কোনো এক সময় গায়ে আগুন দিয়ে পুড়িয়ে লাশ বাড়ীর পাশের কলা বাগানে ফেলে রাখে তার স্বামী।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, এখনো কিছু বুঝা যাচ্ছে না। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি’র ক্রাইম সিনে ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ

    হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে। নিহত নারীর স্বামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১