• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    শ্রীপুরে কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ নভেম্বর ২০২১ | ৩:০৭ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

    গতকাল বুধবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসে বলে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া।

    তিনি জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে কাজে দেয়। আগুন বাড়তে থাকায় পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

    কারখানার সিনিয়র ব্যবস্থাপক (এডমিন) রেজাউল করিম জানান, দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটে কাজ চলছিল। এসময় ৫৫-৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত অবস্থায় ছিলেন। আগুন দেখে তারা নিরাপদে সরে আসেন। কোনো হতাহত বা কোনো শ্রমিক নিখোঁজ নেই।

    এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের ওই কারখানায় আগুন লাগে। এছাড়াও চলতি বছরের ১১ ফেব্রুয়ারি একই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টে আগুনের চারজন নিহত হয়েছিল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০