• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    শ্রীপুরে গজারি বন থেকে বরের গলাকাটা মরদেহ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২১ | ৪:৩৪ অপরাহ্ণ

    শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখিরয়া এলাকার যুবক শরিফুল ইসলামের (২২)। সে অনুযায়ী সব প্রস্তুতিও ছিল চূড়ান্ত। বাড়িতে সবাই মেতেছিলেন বিয়ের আনন্দে। তবে সব আনন্দ মাটি হয়ে গেছে। বিয়ের দিনই গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে ওই যুবকের।

    গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে তার গলাকাটা মরদেহ পড়ে ছিল গজারি বনের ভেতরে। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

    নিহত শরিফুল ইসলাম বনখিরয়া এলাকার নায়েব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনখড়িয়া গ্রামের শরিফুলের শুক্রবার তার নববধূকে তুলে আনার নির্ধারিত দিন ছিল। তবে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। গতকাল শুক্রবার দুপুরে গ্রামের গজারি বন থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

    কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম চালায়। আশা করি খুব শিগগিরই খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০