• আজ শনিবার
    • ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    শ্রীপুরে জন্মান্ধ ৮ সদস্যের পরিবারকে নতুন ঘর উপহার দিল বিএনপি

    শ্রীপুরে জন্মান্ধ ৮ সদস্যের পরিবারকে নতুন ঘর উপহার দিল বিএনপি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুলাই ২০২৫ | ৪:৪৩ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে জন্মান্ধ ৮ সদস্যের পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রকিফুল ইসলাম বাচ্চু।
    শনিবার (৫ জুন) দুপুরে জন্মান্ধ ৮ সদস্যের পরিবারকে ঘরটি বুঝিয়ে দেন তিনি।
    শনিবার দুপুরে বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের দেয়াল ধরে দরজা, তারপর বারান্দার খুঁটি ধরে একে একে বাইরে বেরিয়ে আসছেন একই পরিবারের ৮ জন্মান্ধ। পরিবারের সদস্য জন্মান্ধ আমির হোসেন হাট বাজারে ঢোল বাজিয়ে যা উপার্জন করতো তা দিয়ে চলতো ৮জনের সংসার। করোনায় বিপর্যস্ত হয়ে সেখান থেকে আয় বন্ধ হয়ে পড়লে খেয়ে না খেয়ে চলতে হতো তাদের। জীবনের নির্মম নিয়তি মেনে নিয়ে পরিবারটির গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামে বসবাস করেন। বাবা হোসেন আলী তিন কাঠা জমির উপর একটি মাটির ঘর তৈরী করে বসবাস শুরু করেন। পরবর্তীতে সংসারের সদস্য বাড়তে থাকায় দুই কক্ষের একটি টিনশেড বিল্ডিং নির্মাণ করেন। মাটির ঘরটি জীর্ণ, টিন ফুটো হয়ে সামান্য বৃষ্টিতেই পানি ঝড়ে ব্যবহার অনুযোগী হয়ে পড়ায় টিনশেড বিল্ডিং এর দুইটি কক্ষে ১০জনের পরিবারটি বসবাস করে আসছেন। পরিবারটির এমন অসহায়ত্বের কথা শুনে পাকা মেঝেসহ একটি টিনশেড ঘর তৈরী করে শনিবার তা বুঝিয়ে দেন বিএনপি’র ওই নেতা।
    জন্মান্ধ পরিবারের সদস্য জাকির হোসেন বলেন, আমাদের কাজ করার ইচ্ছে থাকলেও চোখে না দেখায় তা হয়ে উঠে না। একটি মাটির ঘর বসবাস করতাম। পরিবারের সদস্য বাড়তে থাকায় একটি টিনশেড বাংলা বিল্ডিং ঘর নির্মাণ করা হয়। মাটির ঘরের চালে টিন ফুটো হয়ে সামান্য বৃষ্টিতেই পানি ঝড়ে। এতে ঘরটিতে বসবাস অনুপযোগী হয়ে পড়ে। পরে আমরা সবাই টিনশেড বাংলা বিল্ডিং ঘরের দুটো কক্ষে বসবাস শুরু করি। এক জায়গাতে খাবার খেতে হতো, সেখানেই ঘুমানো লাগতো। আবার কেউই চোখে দেখে না। সেখানে আমাদের থাকতে কষ্ট হতো।
    ওই পরিবারটির প্রতিবেশী ইঞ্জিনিয়ার সোহাগ হাসান বলেন, পরিবারটি জন্মান্ধ প্রতিবন্ধী একটি পরিবার। আমার বাড়ির পাশে তাদের বাড়ি থাকায় তাদের কষ্ট গুলো খুব কাছ থেকে দেখেছি। অনেক সময় খাবার সংকট থাকলে তা মেটানোর চেষ্টা করতাম। সবার সাহায্য সহযোগিতায় চলে তাদের সংসার। পরিবারটির একটি ঘরের খুব দরকার ছিল। আজ সেটা পূরণ হয়েছে।
    ইতিমধ্যে জন্মান্ধ পরিবারের সদস্যদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, বরাবরের মতই পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছেন অধ্যাপক ডা: রকিফুল ইসলাম বাচ্চু বলেন, একটি পরিবারের ৯জনের মধ্যে ৮জন অন্ধ। তথ্যটি যখন আমি জানতে পারি আমি সাথে সাথে এসে চিকিৎসা করিয়েছি। আমি এসে দেখলাম একটা মাত্র ঘরে তারা কষ্ট করে বসবাস করছে। তাই আমি একটি নতুন ঘর উপহার দেয়ার সিদ্ধান্ত নিই। আমাদের সীমাবদ্ধতার মাঝেও পরিবারটিকে ভাল রাখতে কাজ করে যাচ্ছি।
    এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য শ্রীপুর ইউজিসি’র সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সোহাগ ও দেলোয়ার হোসেনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১