• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ অক্টোবর ২০২৩ | ৬:৫৮ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আব্দুর রহমান (২৩) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কাকরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকার হাই ফ্যাশন লিমিটেড নামের একটি সোয়েটার কারখানায় সুইং অপারেটর পদে চাকরি করতেন।

    এ ঘটনায় ট্রাকচালক ভোলার বোরহানউদ্দিন থানার দয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে হারুন মিয়াকে (৪০) আটক করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীদের বরাত দিয়ে নিহত আব্দুর রহমানের খালাতো ভাই সাদিকুল ইসলাম বলেন, মঙ্গলবার কারখানায় ডিউটি শেষে নিজের মোটরসাইকেলে ময়মনসিংহের ফুলপুরের বাড়িতে মায়ের কাছে যাচ্ছিলেন রহমান। মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মহাসড়কে ফেলে দেয়। এ সময় অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করা থানায় আনা হয়েছে। চালকসহ ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১