- আজ সোমবার
- ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২২ | ২:৩২ অপরাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দেওয়ানের চালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার মোস্তফার ছেলে ইয়াসিন (২৫) ও একই জেলার নান্দাইল উপজেলার উদয়ন গ্রামের আবুল কালামের ছেলে নাইম (২২)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, ভোরে দুই যুবককে নিরাপত্তকর্মীদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সংবাদ দিলে তারা ধাওয়া দিয়ে পিকআপসহ দুজনকে আটক করে। তবে অন্য দুজন পালিয়ে যান। এসময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার, রামদাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে ইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |