- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৩ | ৬:৩৪ অপরাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জেলার শ্রীপুর পৌরসভার শ্রীপুর বাজারের ময়লার স্তুপ থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার এসআই মো. আমজাদ হোসেন জানান, শ্রীপুর বাজারের দক্ষিণে মঙ্গলবার সকাল ৮টায় বাসা-বাড়ির ময়লা আবর্জনা ফেলতে যায় পৌরসভার পরিছন্নতা কর্মী আজিজুল। এসময় ময়লার স্তুপের পাশে কয়েকটি কুকুর প্লাস্টিকের ব্যাগ নিয়ে টানাটানি করতে দেখে এগিয়ে যায় আজিজুল।
পরে সেখানে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।