- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ মার্চ ২০২২ | ৩:৩২ অপরাহ্ণ
শবে বরাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় শিহাব হোসেন (২৩) নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
গুরুতর আহতাবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিহাব গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
নজরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে বন্ধুদের নিয়ে শবে বরাতের নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যাচ্ছিল শিহাব। এসময় কয়েক যুবক তিন-চারটি মোটরসাইকেলে এসে শিহাবের গতিরোধ করে প্রথমে একটি গুলি ছুড়লে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে কাছ থেকে আরেকটি গুলি ছুড়লে সেটি শিহাবের বাম বুক ভেদ করে পেছনে আটকে যায়।
তিনি জানান, যারা গুলি করেছেন তাদের কয়েকজনকে চিনতে পেরেছেন শিহাব। তাদের নামও বলেছে। এর আগে এরাই একাধিকবার তাদের বাড়িতে হামলা চালিয়েছিল। পূর্ব বিরোধের জেরেই হামলাকারীরা শিহাবকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে বলে জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।