• আজ শুক্রবার
    • ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি

    শ্রীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

    শ্রীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ এপ্রিল ২০২২ | ৩:২৫ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামের এক চালককে শ্বাসরোধে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

    রবিবার (১০ এপ্রিল) রাতে উপজেলার বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বসতঘরের পাশে একটি ঘর নির্মাণ করে আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিয়ে সেখানে ঘুমাতেন। রোববার রাত ১০টার দিকে আনোয়ার একা ওই ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় আনোয়ারকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক যুবক ঘরে আনোয়ারের মরদেহ দেখে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০