- আজ শুক্রবার
- ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ এপ্রিল ২০২১ | ৬:৫৬ অপরাহ্ণ
শ্রীলঙ্কার মাটিতে ২ টেস্টের সিরিজ খেলতে আজ সোমবার চাটার্ড ফ্লাইটে চেপে দ্বীপরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছে মুমিনুল হকের দল।
এই সফরে জাতীয় দলের ‘টিম লিডার’ খালেদ মাহমুদ সুজন। আজ বিমানে ওঠার আগে সেই টিম লিডার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, ‘খেলোয়াড়রা অনেক ফিট। অনেক চেষ্টা করে তারা। মাঠে গিয়ে পারফরম্যান্সটা কেন হচ্ছে না, সেটা একটা বড় ব্যাপার।’
কোভিড প্রটোকলের কারণে শ্রীলঙ্কা পৌঁছে ৩ দিনের কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা। এরপর ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন শুরু করবেন তারা। ১৭ ও ১৮ এপ্রিল নিজেদের মধ্যে ভাগ হয়ে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। এরপর ২১ এপ্রিল থেকে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ক্যান্ডিতে।
এই সফরে জাতীয় দলের ২১ জন ক্রিকেটারের সঙ্গে কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ মোট ৪১ জন শ্রীলঙ্কায় যাচ্ছেন।