• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ এপ্রিল ২০২১ | ৬:৫৬ অপরাহ্ণ

    শ্রীলঙ্কার মাটিতে ২ টেস্টের সিরিজ খেলতে আজ সোমবার চাটার্ড ফ্লাইটে চেপে দ্বীপরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছে মুমিনুল হকের দল।

    এই সফরে জাতীয় দলের ‘টিম লিডার’ খালেদ মাহমুদ সুজন।  আজ বিমানে ওঠার আগে সেই টিম লিডার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, ‘খেলোয়াড়রা অনেক ফিট। অনেক চেষ্টা করে তারা। মাঠে গিয়ে পারফরম্যান্সটা কেন হচ্ছে না, সেটা একটা বড় ব্যাপার।’

    কোভিড প্রটোকলের কারণে শ্রীলঙ্কা পৌঁছে ৩ দিনের কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা। এরপর ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন শুরু করবেন তারা। ১৭ ও ১৮ এপ্রিল নিজেদের মধ্যে ভাগ হয়ে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। এরপর ২১ এপ্রিল থেকে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ক্যান্ডিতে।

    এই সফরে জাতীয় দলের ২১ জন ক্রিকেটারের সঙ্গে কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ মোট ৪১ জন শ্রীলঙ্কায় যাচ্ছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০