- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ অক্টোবর ২০২১ | ১০:২৮ পূর্বাহ্ণ
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচটিতে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মাহমুদউল্লাহ এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন বলে জানিয়েছেন দলের নির্বাচক হাবিবুল বাশার।
শ্রীলঙ্কা ম্যাচের পর আগামী ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আসরের প্রথম দিনে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা।