- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ এপ্রিল ২০২২ | ৪:০৩ অপরাহ্ণ
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে আগামী মাসে। এই সিরিজ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। তবে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে ছিটকে পড়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। পাশাপাশি চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ।
এদিকে ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দেশে ফেরা সাকিব আল হাসান টেস্ট দলে রয়েছেন। অন্যদিকে শরিফুল ইসলামকে রাখা হয়েছে ফিটনেস উন্নতি সাপেক্ষে। এক সিরিজ শেষে দলে ফিরেছেন পেসার রেজাউর রহমান রাজা।
উল্লেখ্য, টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে টাইগারদের বিপক্ষে লঙ্কানরা দু’টি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে ২৩ মে।
বাংলাদেশের নতুন ঘোষিত টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।