• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    শ্রীলঙ্কার মন্ত্রিসভায় ১৭ জনকে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট

    শ্রীলঙ্কার মন্ত্রিসভায় ১৭ জনকে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ এপ্রিল ২০২২ | ৩:২৩ অপরাহ্ণ

    শ্রীলঙ্কায় দেশজুড়ে তীব্র সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই মন্ত্রিসভায় ১৭ জনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্যে তার কোনও স্বজনকে রাখা হয়নি।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, গোটাবায়া সরকারের আগের মন্ত্রিসভায় একজন নারী সদস্য থাকলেও এবার নেই। শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যেই সম্প্রতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সবাই পদত্যাগ করেন। ফলে অচলাবস্থা সৃষ্টি হয়।

    অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চললেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ২০১৯ সাল থেকে পরিবারের সদস্যদের শীর্ষ পদে রেখে ক্ষমতায় রয়েছেন তিনি। তবে অর্থনৈতিক সংকটের কারণে মারাত্মক চাপে পড়েছেন প্রেসিডেন্ট।

    তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা বিক্ষোভ অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। কিন্তু পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন রাজাপাকসে।

    ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এতটা বিপর্যয়ে পড়েনি শ্রীলঙ্কা। সংকট কাটিয়ে উঠতে চীন, ভারতসহ বিশ্বের অনেক দেশ থেকেই ঋণ নিলে তা বোঝা হয়ে দাঁড়িয়েছে সরকারের। মুদ্রাস্ফীতির ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালের বাইরে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০