• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আহ্বান গণঅধিকার পরিষদের

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ জানুয়ারি ২০২২ | ৫:৩৪ অপরাহ্ণ

    দেশের চলমান রাজনৈতিক ও নির্বাচনি ব্যবস্থা নিয়ে সংকট নিরসনে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। একই সঙ্গে রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

    শনিবার (২৯ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুরুল হক এ আহ্বান জানান। এসময় সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া উপস্থিত ছিলেন।

    নির্বাচন কমিশনে গঠনে নতুন আইন প্রসঙ্গে লিখিত বক্তব্যে নুরুল হক বলেন, নতুন আইনটিতে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের মতামতের সুযোগ না রেখে শুধুমাত্র সরকারি দলের এবং তাদের নিয়োগকৃত কতিপয় ব্যক্তির মতামতের বিধান রাখা হয়েছে। যেখানে জনমতের প্রতিফলন ঘটবে না।

    তার দাবি, যা নির্বাচনি সংকটকে আরও ঘনীভূত করবে। এ ধরনের গণবিরোধী আইনকে গণতন্ত্রের জন্য অশনিসংকেত মনে করে গণঅধিকার পরিষদ। তাই নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিতে সরকারকে গণঅধিকার পরিষদ আহ্বান জানায়।

    তিনি মনে করেন, ভূ-রাজনৈতিক বাস্তবতায় দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বাংলাদেশে একটি শক্তিশালী গণতন্ত্র ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অনস্বীকার্য।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০