- আজ শনিবার
- ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২৫ | ৭:০২ অপরাহ্ণ
সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মাধ্যমে করতে হবে, এর বাইরে অন্য কোনো উপায়ে সংবিধান সংশোধনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, সংবিধান সংশোধনের জন্য জনগণের ম্যান্ডেট প্রয়োজন এবং তা সংসদে বসেই করতে হবে। তিনি আরও বলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং সংসদীয় পদ্ধতিতেও তাদের আস্থা নেই।
বিএনপির এই নেতা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনকে জরুরি উল্লেখ করে বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া কোনো সংস্কার সফল হবে না। তিনি অপরের মতামতের প্রতি সম্মান ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরেন, যা দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে সহায়ক হবে।
বিভিন্ন দলের মধ্যে ঐক্যের বিষয়ে তিনি বলেন, “অনেকেই বলছেন, ৫ আগস্টের পর দলগুলোর মধ্যে ঐক্য ভেঙে গেছে। আমি তো কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না।” তিনি জানান, দলগুলোর নিজস্ব দর্শন থাকবে এবং যেখানে ঐক্যমত সম্ভব, সেখানেই তা প্রতিষ্ঠা করা হবে। বাকি বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে, কারণ জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |