• আজ রবিবার
    • ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘সংসার ভাঙার’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন জ্যোতিকা

    ‘সংসার ভাঙার’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন জ্যোতিকা

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ জানুয়ারি ২০২৪ | ৪:৫৬ অপরাহ্ণ

    ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা। ২০০৬ সালে ভালোবেসে ঘর বাঁধেন তারা। তাদের ১৮ বছরের সংসারে রয়েছে এক কন্যা ও এক পুত্র। মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা জ্যোতিকার। বিয়ের পর চেন্নাইয়ে পাড়ি জমান। স্বামী-সন্তানদের নিয়ে চেন্নাইয়ে বসবাস করে আসছিলেন জ্যোতিকা।

    সম্প্রতি সন্তানদের নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছে তিনি। এরপরই তার সংসার ভাঙার গুঞ্জর চাউর হয়।

    ভারতের একাধিক সংবাদমাধ্যম সুরিয়া-জ্যোতিকার সংসার ভাঙার খবর প্রকাশ করেছে। ঠিক তখন নীরবতা ভাঙলেন জ্যোতিকা। তিনি বলেন, ‘আসলে, বিয়ের পর সিনেমা থেকে দূরে ছিলাম। ২০১৫ সালে অভিনয় ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছি। অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি, সেখানে বলিউডের দুটো সিনেমাও রয়েছে। এজন্য মুম্বাইয়ে পুনরায় বসবাস শুরু করেছি। যাতে করে প্রতিশ্রুতি দেওয়া সিনেমার কাজ ও ছেলে-মেয়েদের পড়াশোনা ঠিক থাকে।’

    গত বছর মুম্বাইয়ের অভিজাত এলাকায় মোটা অঙ্কের অর্থ ব্যয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেন সুরিয়া-জ্যোতিকা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনেছেন সুরিয়া-জ্যোতিকা দম্পতি। ৯ হাজার স্কয়ার ফুটের এ ফ্ল্যাট ৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯১ কোটি টাকার বেশি) মূল্যে কিনেছেন তারা।

    উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘পুভেল্লাম কেট্টুপার’ সিনেমার শুটিংয়ে জ্যোতিকার সঙ্গে সুরিয়ার প্রথম দেখা। একসঙ্গে কয়েকটি ছবিতে অভিনয়ের পর ভালো বন্ধু হয়ে ওঠেন তারা। পরে ‘কাখা কাখা’ ছবিতে অভিনয়ের সময় পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সিনেমার শুটিং শেষেই বাগদানের পরিকল্পনা করেন তারা। অনেকটা গোপনেই বাগদান সারেন। ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০