• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২২ | ১:৫৭ অপরাহ্ণ

    টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আদনান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১টার দিকে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে গত ১৫ আগস্ট সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আদনান গুরুতর আহত হয়।

    চিকিৎসাধীন অবস্থায় ২৬দিন পর তার মৃত্যু হলো। সে উপজেলার কালিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং স্থানীয় ঘোনারচালা উচ্চবিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

    বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানা বলেন, মাত্র তিনদিন পরেই আদনানদের এসএসসি পরীক্ষা শুরু হবে। এই সময়ে আদনানের মৃত্যুতে তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া বাজার এলাকায় আদনানের মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দেয়। এতে আদনান ও তার বন্ধু জুবায়ের আহমেদ গুরুতর আহত হয়। আহত আদনানকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে আদনানের বন্ধু জুবায়েরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০