- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জানুয়ারি ২০২২ | ৮:২৬ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে করোনার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক তাদের সকল পরীক্ষা স্থগিত থাকবে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, স্থগিত নয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে নেওয়া হউক। এই পরীক্ষাগুলো কারণে আমরা চাকরির আবেদন করতে পারছি না। একটি মাত্র সার্টিফিকেটের কারণে আমরা বছরের পর বছর আটকে আছি। বার বার পরীক্ষা স্থগিতের ফলে ভবিষৎ নিয়ে সংকিত আমরা।