- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ অক্টোবর ২০২১ | ১০:৫৪ পূর্বাহ্ণ
নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে দীর্ঘদিন নির্যাতন করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বরাত আলী (৪৫) কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের পরিচ্ছন্নতা কর্মী।
স্থানীয়রা জানায়, বরাত আলীর প্রথম স্ত্রীর সন্তানদের নিয়ে দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমার সঙ্গে প্রায় বিরোধী লেগে থাকত। এ নিয়েই দীর্ঘদিন ধরে স্বামী বরাত আলীকে নির্যাতন করে আসছিল। বরাতের সব সম্পত্তি তার নামে লিখে না দেয়ায় গত কয়েক দিন আগে কানিজ ও তার ভাইয়েরা মিলে বরাতকে ঘরে আটকে রেখে বেধড়ক মারপিট করে।
এছাড়া মঙ্গলবার বিকেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের অভিযোগ উঠে স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে। পরে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় বরাত আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।