• আজ মঙ্গলবার
    • ২৩শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৬ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলকদ ১৪৪৬ হিজরি

    সরকারের শোষণ-লুণ্ঠন সহ্যের সীমা ছাড়িয়েছে: ফখরুল

    সরকারের শোষণ-লুণ্ঠন সহ্যের সীমা ছাড়িয়েছে: ফখরুল

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২২ | ৩:৩৯ অপরাহ্ণ

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ শোষণ-লুণ্ঠনে দেশে দুঃসহ এক অবস্থার সৃষ্টি করেছে, যা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এ অবস্থায় দেশ ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’

    আজ রবিবার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর লেখা ও কবি আব্দুল হাই শিকদার সম্পাদিত ‘মাও সেতু-ঙ ও বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, ‘আমরা সাদামাটাভাবে যেটা বুঝি- এখন দুঃসময়, যা আর সহ্য করা যাচ্ছে না। অস্বাভাবিক, দুঃসহ একটা যন্ত্রণা এখন বাংলাদেশে। এরকম যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়।’

    তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে শোষণ ছাড়া কিছু নেই। প্রতিটি ক্ষেত্রে শোষণ আর লুণ্ঠন। বাংলাদেশের শোষণ দূর করতে হবে। দেশটাকে বাসযোগ্য করতে হবে। পরিবর্তন আনতে হবে। মুক্তির পথ খুঁজে বের করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

    মুক্তির জন্য মওলানা ভাসানীর মতো মানুষদের পথ অনুসরণের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘মওলানা ভাসানীসহ তার মতো পূর্বপুরুষদের পথ অনুসরণ করে আজকে আমাদেরকে একটি ঘটনা ঘটাতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য একটা গণঅভ্যুত্থান প্রয়োজন।’

    বাংলাদেশ ন্যাশনালিস্ট কালচারাল ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১