- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ মে ২০২১ | ৭:২৫ অপরাহ্ণ
শ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনায় দেখা গেছে ২০৭ টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী।
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামেও তুমুল উত্তেজনাকর নির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হ্যাটট্রিক এ বিজয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন।
বিজেপির শীর্ষ নেতাদের অন্যতম ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজয়ের জন্য তৃণমূল নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
টুইটারে দেওয়া শুভেচ্ছা বার্তায় রাজনাথ বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয়ের জন্য অভিনন্দন। তার পরবর্তী মেয়াদে তার প্রতি আমার শুভেচ্ছা রইল।