• আজ বৃহস্পতিবার
    • ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা সফর ১৪৪৭ হিজরি

    সরকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারছে না: জোনায়েদ সাকি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ৬:১৮ অপরাহ্ণ

    ‘জনগণের পেটে লাথি মেরে সরকার লুটপাটের ব্যবস্থা করছে’ অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, করোনাকালের এই সংকটে মানুষ যখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তখন সরকার আবার পানি ও গ্যাসের দাম বৃদ্ধির অপতৎপরতা চালাচ্ছে। বাজারে চাল-ডাল-তেলের দাম লাগামছাড়া, দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

    আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনের সামনে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে নাগরিক অবস্থান ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

    সাকি আরও বলেন, ‘জনগণের সম্মতি ছাড়া বর্তমান সরকার ক্ষমতায়। তাই তারা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারছে না। তাই জনগণের অধিকার আর এই সরকারকে ক্ষমতা থেকে নামানো একসূত্রে গাঁথা। সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১