• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সরকার পতনের জন্য রাস্তায় নামেন : গয়েশ্বর

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২১ | ৩:৪৭ অপরাহ্ণ

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইস্যুতে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

    আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশের বিপন্ন মানবতা ও বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

    গয়েশ্বর রায় বলেন, ‘আমরা এক সুতাই গাঁথতে পারছি না। সবাই তার (খালেদা জিয়া) চিকিৎসার কথা বলছেন। আপনারা আজ যারা এখানে এসেছেন, সব দল একটি গোলটেবিল আলোচনার আয়োজন করেন। খালেদা জিয়ার চিকিৎসার শর্তে একটি গোলটেবিল আয়োজন করেন। আমরা আপনাদের সঙ্গে বিনা দ্বিধায় আসবো। জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তিনি আপস করবেন না। আপনারা সে বিশ্বাস করতে পারেন। আপনারা যদি সত্যিকার অর্থে খালেদা জিয়ার চিকিৎসা চান তাহলে সরকার পতনের জন্য রাস্তায় নামেন।’

    তিনি বলেন, ‘বেগম জিয়াকে মাদার অব ডেমোক্রেসি বলেছিলাম সেটা তাকে খুশি করার জন্য নয়। আজ শুধু দেশে নয়, সারাবিশ্বে সেটা প্রমাণিত হয়েছে।’

    সরকার ভয় পায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার যদি চিকিৎসার ব্যবস্থা করে তাহলে আন্দোলন থেমে যাবে নাকি আরও বাড়বে। অন্যরা কী বসে থাকবে? এসব চিন্তা করেই সরকার ভয়ে আছে।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনিই যেহেতু তার চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত দেবেন তাহলে জাতির উদ্দেশে বলে দেন কী করবেন। মৃত্যুর আগ পর্যন্ত কোনো চিকিৎসা হবে না বলে দেন। আপনি যখন একমাত্র বাধা খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে, আমরাও সিদ্ধান্ত নেবো আপনাকে রাখবো কি রাখবো না।’

    ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (একাংশ) মহাসচিব শাহাদত হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০