- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জুন ২০২৩ | ১১:৫৮ পূর্বাহ্ণ
দুই দিনের সফরে মিশরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে একগুচ্ছ সমঝোতা ছাড়াও মোদিকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ নাইল’ দিলেন প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল-সিসি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে বলেছেন, ‘বন্ধুত্বের চিহ্ন হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মান দিয়েছেন প্রেসিডেন্ট এল-সিসি।’
মোদি কায়রোয় আল-হাকিম মসজিদেও যান। পরে তিনি টুইট করে বলেন, ‘ঐতিহাসিক আল-হাকিম মসজিদে গিয়ে সম্মানিত বোধ করছি। মিশরের ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী এই মসজিদ।’
মোদি এরপর হেলিওপোলিসের সমাধিস্থলেও যান। এখানে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
মোদি এল-সিসির সঙ্গে বৈঠক করেন। তারপর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অশীংদারিত্বে পরিণত করা নিয়ে একটা চুক্তিতে সই হয়। এছাড়া কৃষি, পুরাতত্ত্ব, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে বেশ কয়েকটি সমঝোতাতেও সই হয়।