- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৩ | ২:৫৫ অপরাহ্ণ
ইরানের অন্যতম বিখ্যাত চলচ্চিত্র পরিচালক দারিয়ুশ মেহেরজুইকে (৮৩) সস্ত্রীক হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে চিহ্নিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় দারিয়ুশ দম্পতিকে তেহরানের নিকটবর্তী স্থানে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরের বেশকিছু ছুরির আঘাতের দাগ ছিল। দারিয়ুশ ইরানের নিউ ওয়েভ সিনেমার প্রবক্তা।
ইরানের প্রধান বিচারপতি হোসেইন ফজেলি জানান, শনিবার রাতে দারিয়ুশ তার মেয়েকে বাড়িতে রাতের খাবারের দাওয়াত দিয়েছিলেন।
দাওয়াতে এসে মেয়ে দারিয়ুশ দম্পতিকে মৃত অবস্থায় দেখতে পান। এর আগে এই পরিচালকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকেও জানানো হয়েছিল।
দারিয়ুশ পরিচালিত ছবির মধ্যে অন্যতম ‘হামুন’। এছাড়াও মেহরজুইয়ের বানানো সেরা ছবির তালিকায় রয়েছে—‘লেইলা’, ‘দ্য কাউ’, ‘সনতুরি’।