• আজ রবিবার
    • ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৫শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি

    সহজ ম্যাচ কঠিন করে জিতল শ্রীলঙ্কা

    | ২৪ জুলাই ২০২১ | ১০:৩৭ পূর্বাহ্ণ

    কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি  ৮ ওভার হাতে রেখে ৩ উইকেটে নিজের করে নিল স্বাগতিক শ্রীলংকা।

    এতে হোয়াইটওয়াশ এড়ানো গেলেও সিরিজ হারের তেতো স্বাদ নিতেই হচ্ছে দাসুন সানাকার দলের।

    সহজ ম্যাচ কঠিন করে জিতল শ্রীলঙ্কা। আভিস্কা ফার্নান্ডো ও ভানুকা রাজাপাকসার ফিফটিতে সহজ জয়ের পথেই এগোচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু মাঝের ওভারে স্বাগতিকেরা উইকেট হারিয়ে ম্যাচ জমিয়ে তোলে।

    বৃষ্টিতে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে দুই স্পিনার আকিলা দনাঞ্জয়া ও প্রবীণ জয়াবিক্রমার তোপে ২২৫ রানেই অলআউট হয় প্রথ দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জেতা ভারত। ডাকওয়ার্থ–লুইসের আইনে শ্রীলঙ্কার লক্ষ্য বেড়ে দাঁড়ায় ২২৭ রান। ফার্নান্ডো ও রাজাপাকসার ব্যাটিংয়ে সহজ জয়ের পথেই এগোতে থাকে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে মিনোদ ভানুকা ফিরলেও ফার্নান্ডো ও রাজাপাকসার ১০৯ রানের জুটি শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দেয়।

    কিন্তু তৃতীয় ম্যাচের উইকেটে যে স্পিনাররা সাহায্য পাবে তা প্রথম ইনিংস থেকেই আঁচ করা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। ৫৬ বলে ৬৪ রান করে রাজাপাকসা আউট হলে দুয়ার খুলে যায় লঙ্কান ব্যাটিংয়ের। একের পর এক উইকেট পতনে সহজ জয়টাই কঠিন হয়ে ওঠে। লেগ স্পিনার রাহুল চাহার দ্রুত ৩ উইকেট নিয়ে বদলে দেন ম্যাচের চেহারা। বড ধাক্কাটা আসে ফার্নান্ডোর (৯৮ বলে ৭৬ রান) আউটে। জয় থেকে ১৪ রান দূরে থাকা অবস্থায় আউট হন তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়েন রমেশ মেন্ডিস ও আকিলা দনাঞ্জয়া।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১