• আজ বুধবার
    • ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সহিংসতা এড়াতে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

    সহিংসতা এড়াতে ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ এপ্রিল ২০২৫ | ৪:৪০ অপরাহ্ণ

    আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) এবং পরদিন বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সংঘর্ষ ও সহিংসতা এড়াতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এই ঘোষণা দেন।

    এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগামীকাল এবং পরদিন কলেজ বন্ধ থাকবে।

    এ সময় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে শিক্ষার্থীরা কলেজ বন্ধের বিষয়টি প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেয়।

    এর আগে, ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। এতে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১