• আজ সোমবার
    • ২৭শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই সফর ১৪৪৭ হিজরি

    সাংবাদিক আসাদুজ্জামান হত্যার প্রতিবাদে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

    সাংবাদিক আসাদুজ্জামান হত্যার প্রতিবাদে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ আগস্ট ২০২৫ | ৪:৪১ অপরাহ্ণ

    গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    শনিবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে লতিফপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    দৈনিক যুগান্তর পএিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীমের সভাপতিত্বে ও দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানির সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, আমার দেশ পএিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আলীম অভি, আরটিভি উপজেলা প্রতিনিধি কামাল হোসেন বিপ্লব, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি আলহাজ হোসেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ডি এম সামান উদ্দিন, কালিয়াকৈর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি স্বপন সরকার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহালম সিকদার ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

    বক্তারা জানান, হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১