• আজ বৃহস্পতিবার
    • ১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফী

    সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ জানুয়ারি ২০২৪ | ৪:৫৬ অপরাহ্ণ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে নির্বাচন করছেন বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। এবারও একই আসনে লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। অন্যদিকে তার আরেক সতীর্থ ও ক্রিকেট তারকা সাকিব আল হাসান জাতীয় নির্বাচনে মাগুরা ১ আসন থেকে প্রথমবারের মতো অংশ নিয়েছেন। একজন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, অন্যজন বর্তমান। নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে সাকিবের সঙ্গে দেখা করতে গেলেন মাশরাফী।

    খেলার মাঠে দারুণ বিচরণের পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাকিবের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

    এর আগে অবশ্য কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফী। সাকিবও জানিয়েছিলেন তার এলাকায় আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।

    সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই অবশ্য তাকে শুভকামনা জানিয়েছিলেন ম্যাশ। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেছেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।

    এদিকে সাকিবের টানে মাগুরায় ভোটের প্রচারে দেখা গেছে সৌম্য সরকারকে। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান।

    উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রনি তালুকদারও। ছিলেন মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১