- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ এপ্রিল ২০২১ | ৩:৫১ পূর্বাহ্ণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ব্যাটে-বলে ফ্লপ সাকিব আল হাসান। বাংলাদেশি এই তারকা অলরাউন্ডারের পারফরম্যান্সে অখুশি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
আগের দুই ম্যাচে ব্যাট হাতে মাত্র ১২ রান করেন সাকিব। আর বল হাতে ৫৭ রানে নেন মাত্র ২ উইকেট।
রোববার বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বোলিংয়ে প্রথম ওভারে ৭ রান খরচ করা সাকিব নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন ১৭ রান। দুই ওভারে ২৪ রান খরচ করায় তাকে দিয়ে আর বল করানোর সাহস পাননি কেকেআরের ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।
আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৯ বলে ৯ রান আর বল হাতে ২৩ রানে এক উইকেট শিকারের পরই সাকিবকে একাদশে রাখা নিয়ে প্রশ্ন ওঠে।
রোববার ব্যাট করতে নেমে রীতমতো হতাশ করলেন সাকিব। দলের জয়ে শেষদিকে কেকেআরের ওভার প্রতি ১৫ বা তার বেশি রান করতে হতো। তখন সাকিব আউট হন ২৫ বলে মাত্র ২৬ রানে। উইকেটে সেট হয়েও ব্যাটিং তাণ্ডব চালাতে পারেননি তিনি।
অথচ উইকেটের অন্যপ্রান্তে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে যান আন্দ্রে রাসেল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |