• আজ রবিবার
    • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই জিলকদ ১৪৪৬ হিজরি

    সাকিব-মোস্তাফিজকে নিয়ে ফের শুরু পিএসএল-আইপিএল

    সাকিব-মোস্তাফিজকে নিয়ে ফের শুরু পিএসএল-আইপিএল

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২৫ | ৭:১১ অপরাহ্ণ

    ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে আজ ১৭ মে থেকে। কিন্তু সমস্যা হলো, নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন। ফলে দুই টুর্নামেন্টেই দলগুলোর স্কোয়াড এলোমেলো হয়ে গেছে।

    সেই ঘাটতি পোষাতে অন্য খেলোয়াড়দের দিকে হাত বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যাতে কপাল খুলেছে বাংলাদেশের দুই তারকার। আইপিএলে দিল্লি ক্যাপিটালস নিয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকে। পিএসএলের দল লাহোর কালান্দার্স কিনেছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

    জানা গেছে, বাংলাদেশের দুই ক্রিকেটারই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাচ্ছেন। ফলে দুই তারকাকে খেলতে দেখা যাবে দুই বড় আসরে।

    আজ শনিবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ফের শুরু হচ্ছে আইপিএল। মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের খেলা আগামীকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে।

    অন্যদিকে পিএসএলে আজ পেশোয়ার জালমি আর করাচি কিংসের ম্যাচ। সাকিবের লাহোর কালান্দার্স মাঠে নামবে আগামীকাল পেশোয়ার জালমির বিপক্ষে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১